সকল মেনু

সোহানা সাবার কলকাতা জয়

sohana saba_16860বিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনীত ছবি ‘ষড়রিপু’ শনিবার কলকাতায় মুক্তি পেয়েছে। অয়ন চক্রবর্তীর পরিচালনায় এ ছবির মাধ্যমেই টলিউডে পা  রেখেছেন সাবা। ছবিটি মুক্তির পর বেশ প্রশংসাও পেয়েছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আনন্দবাজার পত্রিকায় সোহানা সাবার অভিনয়ের বেশ প্রশংসা করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে সোহানা সাবা বলেন, এটা আমার জন্য  আনন্দের বিষয়। এ ছবিতে শিল্পপতি যোশুয়া বেনের স্ত্রী রাকা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দেশের শুটিং বা কাজ ওদের মতোই। কিন্তু পার্থক্য হচ্ছে ওরা আমাদের চেয়ে বেশি পেশাদার। আশা করি, বাংলাদেশের দর্শকরা এ ছবিটি খুব উপভোগ করবেন। ছবির গল্প নিয়ে জানা যায়, ক্ষমতালোভী পুরুষের সুন্দরী স্ত্রীর আপাত নরম চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা রাকা ঠাণ্ডা মাথায় স্বামীকে খুনের ছক কষতে পারেন। অথচ আঁচ করতেও পারেন না অন্যদিকে কীভাবে কষা হয়ে গিয়েছে তারও মৃত্যুর ছক। ছবিতে যথাযথভাবে এ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন সাবা। রজতাভ দত্তের বিপরীতে অভিনয়ে যথেষ্ট সাবলীল বলে সুনামও কুড়িয়েছেন এ অভিনেত্রী। ছবিতে সাবার পাশাপাশি অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, কননিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কলকাতার মোট ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার এ ছবিটি। উল্লেখ্য, সাবা অভিনীত দেশের ছবির মধ্যে রয়েছে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, কবরীর ‘আয়না’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top