সকল মেনু

যুদ্ধাপরাধীদের নামে প্ল­ট থাকলে ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী

104_103850_15781হটনিউজ২৪বিডি.কম : দেশে যুদ্ধাপরাধীদের নামে কোনো সরকারি প্ল­ট বরাদ্দ হয়েছে কি-না, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আজ বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

পূর্তমন্ত্রী জানান, বিএনপি সরকারের সময় ১৯৯১ ও ২০০১ সালে যুদ্ধাপরাধীদের নামে রাজউকের কোনো প্ল­ট বরাদ্দ করা হয়েছে কি-না মন্ত্রণালয় সেটি তদন্ত করে দেখবে। নিয়মবহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা, সাজা পাওয়া ও অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক প্ল­ট বরাদ্দ দিয়ে থাকলে এবং সেরকম কাউকে পেলে ব্যবস্থা নেয়া হবে।

সরকারি দলের আরেক সদস্য গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী সংসদকে জানান, দশম জাতীয় সংসদের যেসব সংসদ সদস্যের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই, তাদের জন্য কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক প্রকল্পে প্ল­ট বা ফ্ল্যাট সংরক্ষিত থাকবে। এছাড়া রাজউক কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করা হলে সেখানেও সংসদ সদস্যসহ সব পেশার মানুষের জন্য প্লট ও ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top