সকল মেনু

ইনশাআল্লাহ তারাও পার পাবে না : প্রধানমন্ত্রী

 pm-1আছাদুজ্জামান,হটনিউজ ২৪বিডি.কম : সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত তারা ঠিকই ধরা পড়বে এবং সর্বোচ্চ সাজা পেতে হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা গুপ্তহত্যায় লিপ্ত, তারা যদি মনে করে গুপ্তহত্যা করে পার পেয়ে যাবে; ইনশাল্লাহ তারাও পার পাবে না। তাদের প্রভু যারাই হোক, তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই।’
দশম সংসদের একাদশ অধিবেশনে বুধবার (০৮) সকালে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে যারা গুপ্তহত্যা করে দেশের ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে, পরিবারের ক্ষতি করছে, তাদের কাছ থেকে আমরা এর হিসাব পাই-পাই করে নেব। যে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের হত্যাকাণ্ডের ধরনটা একই রকম। তারা ঠিক একই জায়গায় কোপ দেয়। একই জায়গায় গুলি করে। সন্ত্রাসীরা একই কায়দায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা অনেকগুলো ঘটনার আসামি ইতোমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখনও যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরও গ্রেফতার করা হবে।’
হত্যাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে তারা অন্যের পরিবারের ওপর হাত দিচ্ছে তারা কি ভুলে যায় তাদেরও পরিবার আছে। তাদের বাবা-মা আছে, ভাইবোন, স্ত্রী আছে। এক দিকে যদি আঘাত আসে তাহলে তো অন্যদিকেও যেতে পারে। এটা কি তারা ভুলে যাচ্ছে?’
হত্যায় জড়িতদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। আজকে যদি তারা এভাবে অন্য পরিবারগুলোর ওপর হাত দিতে শুরু করে তাহলে কিন্তু কারো হাতই থেমে থাকবে না এবং জনগণকে থামিয়ে রাখতে পারবে না।’
তিনি বলেন, এখন আমরা দেখতে পাচ্ছি, গুপ্তহত্যার পথ বেছে নেওয়া হয়েছে। মসজিদ, মন্দির, গীর্জ প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, ইমাম, সেই সঙ্গে শিক্ষকদের হত্যা করা হচ্ছে। এমনকি যেটা এর আগে কখনো আমরা দেখিনি, পুলিশ অফিসার যিনি এই সন্ত্রাসের বিরুদ্ধে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছিল তার স্ত্রীকে কুপিয়ে, গুলি করে কীভাবে হত্যা করা হলো। এসবের বিচার হবে।
প্রশ্নকর্তার লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে দেশে এক এগারোর মতো দুর্যোগ আর আসবে না। এক এগারোর সময় সারাদেশে ছিল আতঙ্কের পরিবেশ। তখন গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করা হয়েছে। চারদিকে তত্ত্বাবধায়ক সরকারের অন্যায় আর নির্মম নির্যাতনের ছোবল। এক এগারোতে যারা আমাকে মাইনাস করতে চেয়েছিল, তারাই মাইনাস হয়ে গেছে। এটা আসলে মাইনাসে-মাইনাসে প্লাস হয়ে গেছে। এটা নিয়ে আমি বলতে চাই না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top