সকল মেনু

সিরাজগঞ্জে নৃত্য ও নাট্যকলার প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান

indexসিরাজগঞ্জ প্রতিনিধি:  ১৬ কোটি মানুষের জন্য শিল্প ওসংস্কৃতি এই শ্লোগান নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্প ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজন করেছিলো সপ্তাহব্যাপি নৃত্য ও নাট্যকলা বিষায়ক প্রশিক্ষণ। রবিবার বিকেলে শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার মাহমুদল হাসান লালনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট মঞ্চ,টেলিভিশণ ও চলচ্চিত্র অভিনেতা মমিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসসদ ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও সিরাজগঞ্জ পথ নাটক পরিষদের আহবায়  আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কবি ও আবৃত্তিকার টি এম মোয়াজ্জেম হোসেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, প্রশিক্ষনের নাট্য কলা বিভাগরে প্রশিক্ষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারি অধ্যাপক আল জাবির,নৃত্যকলার প্রশিক্ষক যশোর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার  ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য ইন্সট্রাকটর সিম্বা হায়দার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির এ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক হীরক গুণ। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ সাংষ্কৃতিক ফোরামের সদস্যসচিব ও নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর।  আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ পত্র তুলে দেয়া হয়। ৩০ মে থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়  জুন। প্রশিক্ষনে সিরাজগঞ্জের বিভিন্ন নাট্য  এবং নৃত্য সংগঠনের প্রায় দেড় শতাধিক প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে ছিলো। সমাপনী অনুষ্ঠানের শুরুতেই  নৃত্যকলা প্রশিক্ষনে অংশ গ্রহনকারি প্রশিক্ষনার্থীরা ৩ টি দলীয় নৃত্য পরিবেশন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top