বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর ৯ সদস্য মঙ্গলবার বিকালে আত্মসমর্পণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে বিকাল ৩টায় বাগেরহাটে মংলায় আত্মসমর্পণের এই আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৩টায় মংলায় আত্মসমর্পণ অনুষ্ঠান হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বনদস্যুরা আত্মসমর্পণ করতে রাজি হয়। সেই লক্ষে গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবনের হাড়বাড়িয়ার চরাপুটিয়া এলাকায় র্যাবের কাছে এ বাহিনীর প্রধানসহ ৭ সদস্য ৫১টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার গুলি জমা দেন। কিন্তু ওই দিন বৈরী আবহাওয়ার কারণে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসতে না পারায় অনুষ্ঠান স্থগিত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।