সকল মেনু

শ্রীলঙ্কায় বন্যাদুর্গতদের সাহায্যার্থে ঔষধ পাঠাবে বাংলাদেশ

14নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ মে :  শ্রীলংকার বন্যা ও ভূমিধসে দুর্গতদের সাহায্যার্থে ঔষধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, শ্রীলংকার অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সে দেশে ঔষধ প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল শুক্রবার ঔষধের প্রথম চালান পাঠানোর কথা রয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডসহ ঔষধ শিল্প মালিক সমিতির সহায়তায় খাবার স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও পেটের পীড়ার ঔষধসহ বন্যাজনিত বিভিন্ন রোগের প্রতিষেধক সাহায্য হিসাবে পাঠানো হচ্ছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top