সকল মেনু

বাংলাদেশ বিশ্বের ৩৩তম নিরাপদ দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

12নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ মে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বে ৩৩তম নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্বের ১০০ জন সরকার প্রধানের মধ্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান হচ্ছে বিশ্বে ১৩তম।’

বিশ্ব নেতা হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।’

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার আসাদুজ্জামান ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান এবং আওয়ামী লীগ নেতা হেদায়েত ইসলাম স্বপন প্রমুখ।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখনো চক্রান্তকারী তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে মানুষ পুড়িয়ে হত্যা করে দেশকে যখন অরাজকতার দিকে নিয়ে যাচ্ছিল তখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেভাবে প্রতিরোধ ও প্রতিহত করেছে আগামী দিনেও একইভাবে দেশবিরোধী চক্রান্তকারীদের প্রতিরোধ ও পুলিশ ও প্রশাসনকে সব ধরনের সহায়তা করতে হবে।’

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top