সকল মেনু

তুরস্কে জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলন শুরু

47নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ২৪ মে : তুরস্কের ইস্তাম্বুলে সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ আয়োজিত প্রথম মানবিক শীর্ষ সম্মেলন। সম্মেলনে ১৫৩টি দেশের মোট ২৩ হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন।

বাংলাদেশের পক্ষ থেকে সংসদ সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ড. হাবিব মিল্লাত অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষ থেকে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিয়ে অবস্থান তুলে ধরবেন।
জাতিসংঘ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়েই বিশ্ব সবচেয়ে বড় ধরণের মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। আর তা কাটিয়ে উঠতে একটি উপায় খুঁজে বের করার জন্য এই বৈঠক। তবে এই সম্মেলন থেকে কতটা ফল পাওয়া যাবে তা নিয়ে সন্দেহও রয়েছে। কারণ জি সেভেন দেশগুলোর মধ্যে জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল ছাড়া আর কোনো শীর্ষনেতা এই সম্মেলনে যোগ দিচ্ছেন না।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top