সকল মেনু

আর কত কাল-নাসরিন আক্তার

Nasrin-akter

আর কত কাল
-নাসরিন আক্তার

আর কত কাল কাঁদব বল
নীল পর্দায় মুখ লুকিয়ে ?
দেখব মৃত সূর্য, দূসর মরুভূমি আর মৃত জলাশয়,
নদীর পার্শ্ব গেছে এলেবেলে।

এখনও আসেনি সুখ, উড়াতে বেলা,
দূর হবে সব অহংকার আর অবহেলা।

আর কত কাল দিন গুলো যাবে,
নিরবে বুক বেঁধে সয়ে সয়ে?
মনের জানালা খুলে উড়াল দিতে
আর কত কাল?
এখনো কী হয়নি বেলা,
মুছে দিতে সব জ্বালা।

এখনো কী হয়নি সময়-
ধর্ষণ, খুন, অন্যায়, আর অত্যাচার
ভাসিয়ে দিতে মেঘের ভেলায়?
আর কত কাল দেখে যাবো সব,
সয়ে যাব সব, করে যাব হাহাকার,
কত কাল, থাকবো সে খেলায়?

আর কত কাল বিধাতার কাছে চেয়ে যাব শান্তি?
আর কত কাল ভিজে যাবে বুক চোখের পানিতে,
আর কত কাল শুনে যাব সুখ, আসবে,
কত কাল, আর কত কাল……?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top