সকল মেনু

ব্লগার-ভিন্ন মতাবলম্বী হত্যাকারীরা পালাতে পারবে না

Kamal1463739457

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ব্লগার হত্যাকাণ্ডে সন্দেহভাজন আসামিরা যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে তাদের ছবি ও অন্যান্য তথ্যাদি ওইসব স্থানে পাঠানো হয়েছে।’

শুক্রবার (২০ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘কয়েক বছরে দেশে ব্লগার ও ভিন্ন মতাবলম্বী বেশ কয়েকজন হত্যার শিকার হয়েছেন। অনেকগুলো হত্যার সঙ্গে এ ছয়জন জড়িত আছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এদের ধরতে তাই চেষ্টা চালানো হচ্ছে। তাদের গ্রেপ্তার করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সেজন্য অপেক্ষা করুন। তাদের পালানোরও পথ নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘তাদের ব্যাপারে যে ব্যক্তি তথ্য দেবেন তার নাম-পরিচয় অবশ্যই গোপন করা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ছয় সন্দেহভাজন হত্যাকারীর ছবি প্রকাশ করে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়। এই ছয়জনই খুন হওয়া ব্লগার হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top