সকল মেনু

জলঢাকায় আওয়ামীলীগ ও বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষ, আহত-৪

১.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ মে : নীলফামারীর জলঢাকায় আসন্ন ৫ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্রবার নৌকার পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী লীগ সমর্থকদের। এ সময় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের পোষ্টার ছেড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে।

হামলার শিকার মাহফুজার রহমান ফিলিপস জানায়, সন্ধ্যায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথির বাজারে নৌকা মার্কার পোস্টার লাগাতে গেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টুর ছোট ভাই আ.লীগ বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের উপজেলা সৈনিকলীগের সভাপতি রবিউল ইসলাম লিপনের সমর্থকেরা হামলা চালায়। এতে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

তবে এ সময় কাউকে গ্রেফতার করতে দেখা যায়নি। সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা যুবলীগ নেতা মাহফুজার রহমান ফিলিপসসহ ৪ জন আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে আ’লীগ মনোনীত প্রার্থী আহমেদ হোসেন ভেন্ডার বলেন, নির্বাচন শুরু না হতে যে ভীতিকর অবস্থা তৈরি করছে বিদ্রোহী প্রার্থী তাতে করে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

অপর দিকে আ.লীগ বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের রবিউল ইসলাম লিপন বলেন, আমার কোন সমর্থক নৌকার সমর্থকদের উপর হামলা চালায়নি, বিষয়টি তাদের ব্যক্তিগত। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জলঢাকা থানা অফিসার ইনচার্জ দিলওয়ার হাসান ইনাম জানান, ‘এঘটনায় দু’পক্ষের কেউই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top