নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ মে : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাডুবিতে শিশুসহ তিন যাত্রী নিখোঁজ রয়েছে। যাত্রীবাহী নৌকাটি একই পরিবারের ছয়জনকে নিয়ে শুক্রবার বিকেলে উপজেলার জয়সিদ্ধি থেকে মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে যাচ্ছিল।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দা এলাকায় নৌকাটি ওয়ারা হাওর অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছেন- হাজেরা খাতুন (৭০), তার জামাতা হযরত আলী (৩২) ও তার শিশুপুত্র ওয়াসেত (৭)। নৌকার বাকি আরোহীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধানে অভিযান চলছিল।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।