সকল মেনু

নেত্রকোনায় মা হত্যায় ছেলের যাবজ্জীবন

timthumb_747858879নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলা গ্রামের মালেকা খাতুন হত্যা মামলায় ছেলে জিয়াউর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: আব্দুল হামিদ এই রায় দেন।সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ চৌধুরী জানান, স্বামী মারা যাওয়ার ৬মাস পর মালেকা খাতুনের অন্যত্র বিয়ে ঠিক হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে জিযাউর রহমান ১৯৯৮ সালের ৩১ অক্টোবর রাত ১০ টার দিকে কুড়াল দিয়ে কুপিয়ে মারে মালেকা খাতুনকে। জিয়াউরকে আসামী করে পরদিন নিহতের ভাই আব্দুল কদ্দুছ বাদী হয়ে আটপাড়া থানায় মামলা করেন। পুলিশ ১৯৯৯ সালের ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়।

সাক্ষ্যপ্রমান শেষে বিচারক বুধবার দুপুরে জনাকীর্ন আদালতে এই রায় দেন।রায় প্রদানের সময় জিয়াউর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top