সকল মেনু

প্রেসার হান্টে ১০জন দ্রুতগতির বোলার পাওয়া গেছে

৪৯নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৪ মে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, প্রেসার হান্ট কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে ১০জন তরুণ প্রতিভাবান দ্রুতগতির বোলার খুঁজে পাওয়া গেছে।

তিনি মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে তরুণ প্রতিভাবান দ্রুতগতির বোলার খুঁজে বের করার লক্ষ্যে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় প্রেসার হান্ট নামে ইতোমধ্যে একটি কার্যক্রম সম্পন্ন হয়েছে। সারাদেশের প্রায় ১৫ হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে ১০ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন প্রতিবন্ধী দ্রুতগতির বোলার নির্বাচন করা হয়েছে। এসব প্রতিভাবান বোলাররা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ কোচদের অধীনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের বোলিং ও ব্যাটিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে ওই প্রশ্নের উত্তরে জানান।

সরকারি দলের সদস্য আমিনা আহমেদের অপর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের বোর্ড (বিসিবি) আগামী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল অন্তত সেমিফাইনালে খেলবে বলে লক্ষ্য স্থির করেছে।’

তিনি বলেন, ‘ক্রিকেট বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় সাফল্যে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে আকর্ষণীয় একটি দলে পরিণত হয়েছে। আইসিসি’র সাম্প্রতিক ওয়ানডে র্যা কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ম। আইসিসির ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিসিবি কমপক্ষে সেমিফাইনালে খেলার লক্ষ্য স্থির করেছে।’

ক্রিকেট উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ে সম্ভাব্য ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও দেশের বিদ্যামান ক্রিকেট স্টেডিয়ামসমূহের সংস্কার ও উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রকল্প সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।’

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top