সকল মেনু

আওয়ামী লীগের নতুন ভবন হচ্ছে

১২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ এপ্রিল : বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ভেঙে নতুন ভবন করা হচ্ছে। আগামী জুন মাসে আগের ভবন ভেঙে দুই বছরের মধ্যে নতুন ভবনের কাজ শেষ করা হবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী জুন মাসে পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। ২ বছরের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’

২৩ বঙ্গবন্ধু এভিনিউর বর্তমান ভবনটিতে আওয়ামী লীগের সহযোগী অনেক সংগঠনের কার্যালয় রয়েছে। সেগুলো আগামী ৩০ এপ্রিলের মধ্যে খালি করতে বলা হয়েছে।

আশরাফ বলেন, ‘গত ৬ এপ্রিল আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ভবনের নকশা অনুমোদন দিয়েছেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় কার্যালয়ে থাকা সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোকে আলাদা অফিস নিয়ে বর্তমান ভবনটি খালি করে দিতে হবে।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top