সকল মেনু

নিম্ন আয়ের মানুষদের উচ্ছেদ করার অভিযোগ

98e6eb66-80e9-48f3-a272-24494dadcc3bরাইসুল ইসলাম, পার্বতীপুর , দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে হঠাৎ করে কোন নোটিশ ছাড়াই রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ক্ষুব্ধ ছোট ব্যবসায়ী ও দোকানদারা। তারা প্রতিরোধ গড়ে তোলায় অনেক এলাকায় উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় সংশি¬ষ্ট কর্তৃপক্ষ।আজ মঙ্গলবার (২৬এপ্রিল) সকাল ১০টা থেকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। অভিযানে পার্বতীপুর স্টেশনের পশ্চিম পাশের দোকানপাট, শহীদ মিনার এলাকা ও রেল পার্ক এলাকার কিছু দোকানপাট, জিন্নাহ মাঠ সংলগ্ন কিছু অবৈধ বস্তি, পার্বতীপুর কারিগরি ও কৃষি কলেজের সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। তবে রেল পার্ক এলাকার অবৈধ দখলদারদের প্রচন্ড প্রতিরোধের মুখে সেখানকার অধিকাংশ অবৈধ দোকানপাট উচ্ছেদ না করেই অভিযান বন্ধ করে হটে যেতে বাধ্য হয় কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্ষতিগ্রস্ত দোকানদার অভিযোগ করেন, কোন পূর্ব ঘোষনা ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করায় তারা মালামাল ও অবকাঠামো সরিয়ে নেয়ার সুযোগ পাননি। এতে সব কিছ হারিয়ে তারা সর্বশান্ত হয়েছেন। এছাড়া বড় বড় প্রভাবশালী অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে গরীব ও নিম্ন আয়ের দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন-পশ্চিম রেলের পাকশী বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আফজাল হোসেন, বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা (পাকশী) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ, বিভাগীয় সার্কেল অফিসার (রাজস্ব) রাফিউল ইসলাম রুবেল ও পার্বতীপুর রেল কাচারীর ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন।পশ্চিম রেলের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা (পাকশী) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ বলেন, আজকের অভিযানে প্রায় দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীতে বড় পরিসরে ২দিন ব্যাপী অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top