সকল মেনু

মাগুরায় আগুনে ২০ ঘর ভস্মীভূত

৯নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ এপ্রিল : মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামে রোববার অগ্নিকাণ্ডে ১০ পরিবারের ২০টি ঘর ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত  আব্দুর রহমান জানান, বিকেল ৫টার দিকে মহম্মদ আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তার বাড়িসহ আশপাশের ১০ টি বাড়িতে ছড়িয়ে পড়ে। মাগুরা শহর থেকে দমকল বাহিনীর গাড়ি আসার আগেই ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ অর্থ ও মূল্যবান মালাসহ ১০টি পরিবারের কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মনিরুজ্জামান বলেন, যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে তারা আসার আগেই ২০টি ঘর পুড়ে গেছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top