সকল মেনু

ভোটযুদ্ধে স্বামীর বিরুদ্ধে দাঁড়ালেন স্ত্রী

৪.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১১ এপ্রিল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ভোটযুদ্ধে নেমেছে স্বামী-স্ত্রী।

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা ও তার স্ত্রী সুলতান রাজিয়া উভয়েই মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী  ৭ মে চতুর্থ ধাপে এ উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার স্বামী-স্ত্রী দুজনই ভোটযুদ্ধে নামছেন। ইতিমধ্যেই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মুখরোচক আলোচনা চলছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top