ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবনে সোমবার দুপুরে ডিউটিরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত কনস্টেবল সোলাইমান হোসেন (কং/৯৪৯) যশোর জেলার কোতয়ালী থানার দায়তলা গ্রামের মৃত মোদাচ্ছের মোল্লার পুত্র। এবছর ২৯ ফেব্রুয়ারি সে কোটচাঁদপুর থানায় যোগদান করেন।
কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন জানান, সোলাইমান সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি করছিলেন। বেলা পৌনে ২টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে থানার অন্যান্যরা নিচে নেমে এসে দেখেন সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন। তার কাছে থাকা চাইনিচ রাইফেলের গুলি বুকের বামপাশে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। তাৎক্ষনিক এ অনাকাক্সিক্ষত ঘটনায় সহকর্মীরা স্তদ্ধ হয়ে পড়েন। তড়িঘড়ি তারা সোলাইমানকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আজিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেলের এএসপি আলী আযম জানান, অসাবধানতাবশত: নিজের গুলিতে সোলাইমান নামে এক কনস্টেল নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।