ফেনী প্রতিনিধি : তনু হত্যার বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের গ্রন্থাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় কোনো ঘটনা ঘটলে সেনাবাহিনী জড়িত, এটা ঠিক নয়। সেখানে অনেক হাউজিং আছে। বেসামরিক লোকজনও বাস করে। সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, সার্বভৌমত্বের প্রতীক।
তিনি আরো বলেন, তেলের দাম কমলে পরিবহনের ভাড়া কমবে, সেটাও বিআরটিএ বৈঠক করে নির্ধারণ করবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা আ.লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন, ফেনী পৌর প্যানেল মেয়র স্বপন মিয়াজি প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।