সকল মেনু

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ক্যারিবীয় নারীরা

২৩.ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৪ এপ্রিল : নারীদের ওয়াল্ড টি-টোয়েন্টির ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। রোববার ইডেন গার্ডেন্সে অজিদের দেয়া ১৪৯ রানে টার্গেট ব্যাট করতে নেসে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় ক্যারিবীয়রা।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের অনেক অর্জন থাকলে নারীদের জন্য প্রথম বৈশ্বিক শিরোপা এটাই।

রোববার অসিদের ছুড়ে দেয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্টেফানি-ম্যাথুসরা ফাইনালে যেভাবে অসিদের হেসে-খেলে হারিয়েছেন চাইলে কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া ফাইনালে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন গেইল-স্যামিরা। এ নিয়ে এ বছর দুটি বিশ্বকাপ জিতলো ক্যারিবিয়ানরা।

এদিন কলকাতার ইডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলিকে (৪) আউট করেন ম্যাথুস। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি অসিদের।
দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি ভিলানি। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি।

ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ও ম্যাথুস।

১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ক্যারিবীয়দের উড়ন্ত সূচনা এনে দেন হ্যালি ম্যাথুস ও স্টেফানি টেলর। এ দুজনের ১৫.৪ ওভারের উদ্বোধনী জুটিতেই আসে ১২০ রান। ৪৫ বলে ৬৬ রান করে আউট হন ম্যাথুস। মূলত উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। ম্যাথুস বিদায় নিলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্টেফানি। ৫৭ বলে ৫৯ রানে তিনি যখন আউট হন তখন শিরোপা থেকে মাত্র ৫ রান দূরে তার দল। শেষ পর্যন্ত ৩ বল ও ৯ উইকেট হাতে রেখেইজয় তুলে নেয় ক্যারিবিয়ান মেয়েরা।

এর আগে বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ক্যারিবীয় যুবারা। গেইলরা ইংল্যান্ডকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top