সকল মেনু

দিনাজপুর হাবিপ্রবি ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে তনু হত্যার বিচার দাবি

 indexদিনাজপুর থেকে মো. নুরুন্নবী বাবু: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষন ও পৈশাচিক হত্যাকান্ডের বিচারের দাবীতে সর্বত্রই দ্রোহের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। ক্ষোভ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। হতবাক, হতবম্ব ও বিষ্মিত মানুষকে জাগ্রত করতে গতকাল ৩০ মার্চ রাত ৮টায় দিনাজপুর হাবিপ্রবি শাখার অর্ক সাংস্কৃতিক জোট ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে নতুন হত্যার তনু হত্যার বিচার দাবি করেছে। অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি মাহমুদুল ইসলাম মীম ও সাধারন সম্পাদক সৈয়দ মাইসা হোসেন শামা বলেন, দাবী একটাই হতভাগা কলেজ ছাত্রী তনু হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তনুর মত আর যেন কোন ছাত্রী জীবনে এই ভয়াবয়হ নির্মম ও পৈশাচিক হত্যা শিকার যেন কেউ না হয়। রাতে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও শহীদ মিনারে হাজারো মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ জানায় শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংস্কৃতিকজোটের কর্মীরা। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সাইফুদ্দিন দরুদ, শিক্ষক মিনাজুর রহমান, ছাত্রী শামীনা হাফিজ শমী, ফারহানা ও আফিয়া প্রমুখ। কর্মসূচি শেষে এই পৈশাচিক, নির্মম ও নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেয়া হয়।  রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠানের কোথাও জবাবদিহিতা নেই। বিচারহীনতার কারণেই এমন নির্মতা।’ একটি সভ্য সমাজে এমন অরাজকতা চলবে আর সরকার ধামাচাপার রাজনীতি করবে, তা মানুষ সহ্য করবে না। প্রকৃত হত্যাকারীদের বের করে আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে এমনটাই  দাবি সাংস্কৃতিক জোট, শিক্ষক, শিক্ষার্থীদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top