নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ মার্চ : পাবনা সদর উপজেলায় যুবলীগের এক নেতা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ হাজী শরিফ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৈলানপুর মহল্লার প্রয়াত ইয়াকুব আলীর ছেলে।
জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে হাজি শরিফ বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় দৌঁড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও তিনি হাতে গুলিবিদ্ধ হন। হামলাকারীরা ফাঁকা গুলি করে পালিয়ে গেলে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ বলছে, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের এই নেতার সঙ্গে পাশের গোবিন্দা মহল্লার কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।