সকল মেনু

ডিবিতে তনু হত্যা মামলা

Tonu1458989429কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার রহস্য উন্মোচনে মামলা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনজুর আলম শনিবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, অধিকতর তদন্তের জন্য মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তনু হত্যার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এর রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে।

গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনার পর সারাদেশে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top