সকল মেনু

গাইবান্ধায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

indexগোলাম মোস্তফা রাঙ্গা: ২৫ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র (এস এম ব্যারাক)-এ ৩য় ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ) কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মজিবর রহমান, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, প্রশিক্ষণ কোর্সের প্রধান শিক্ষক রেজাউল করিম জেমস ও বিভাগীয় প্রশিক্ষক মোঃ আনোয়ান হোসেন। ৭০দিন মেয়াদি প্রশিক্ষণটি শুরু হয় ২০১৬ সালে ১৬ জানুয়ারি। গাইবান্ধা জেলার ১৫ জন ও রংপুর জেলার ১৫ জন মোট ৩০ জন ভিডিপি পুরুষ সদস্য উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে ৩জন প্রশিক্ষণার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। একই দিনে কুড়িগ্রাম জেলার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রেও ৩য় ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। কুড়িগ্রাম জেলা ৯টি উপজেলা হতে ৩০ জন ভিডিপি পুরুষ সদস্য উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top