আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম: অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অ্যাডভোকেট ইউসু ফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৬-১৭ বর্ষের নির্বাচনে ১৪টি পদের মধ্যে আটটি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন।
সাদা প্যানেল থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ২ হাজার ৪৭ ভোট পেয়ে সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ১ হাজার ৭৭৯ ভোট।
সম্পাদক পদে এবারও বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. আজাহার উল্লাহ ভুঁইয়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ ভোট।
শুক্রবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট হারুনর রশিদ চূড়ান্ত এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়।
সভাপতি ছাড়াও একটি সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক এবং তিনটি সদস্য পদে সাদা প্যানেলের প্রার্থীর জয়ী হয়েছেন।
সাদা প্যানেলের বিজয়ীরা হলেন-সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সহ-সভাপতি মো. তাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ রমজান আলী শিকদার, সহ-সম্পাদক এ কে এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ, সদস্য খান মোহাম্মদ শামীম আজিজ, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু, নাসরীন সিদ্দিকা লিনা।
অন্যদিকে একটি সহ সভাপতি, সম্পাদক ও চারটি সদস্য পদ পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা।
নীল প্যানেলে বিজয়ীরা হলেন-সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি ফাহিমা নাসরীন মুন্নী, সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম, মো. নাসির উদ্দিন খান সম্রাট, রেজাউল করিম রেজা ও মো. কামাল হোসেন।
এবারের নির্বাচনে ৫ হাজার ২৭ ভোটারের মধ্যে ৩ হাজার ৯২১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।