নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন,পরিবেশন, খাবারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার, পণ্য তালিকা না সাঁটানো ও লাইসেন্স না থাকার অপরাধে চাঁদপুরের ৮ টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত । রোববার দুপুরে চাঁদপুর শহরের হাজী মহসীন রোড, কালি বাড়ি ও পাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উদ্যোগে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলো থেকে জরিমানা আদায় করা হয় ।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক দেবাশিষ রায়, জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মোঃ রেজাউল করিম, ক্যাবের সাংগঠনিক সম্পাদক সানাউল্লা মিয়া,বিপ্লব সরকার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা কনফেকশনারী ২০ হাজার টাকা, ঢাকা হোটেল ১০ হাজার টাকা, আল হেলাল হোটেল ৫ হাজার, মুদি দোকান স্বপন স্টোর ১ হাজার টাকা, কুদ্দুস স্টোর ১ হাজার টাকা, হান্নান স্টোর ১ হাজার টাকা ও দু’টি ডিমের দোকান থেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা। জেলা মার্কেটিং অফিসার জানায়, ভোক্তা সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ওইসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিপণন, খাবারে মানুষের দেহে ক্ষতিকর বিষাক্ত ক্যামিকেল মিশ্রন, পণ্য তালিকায় মূল্য সংযোজন না করা ও লাইসেন্স না থাকায় জরিমানার পাশাপাশি তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।