সকল মেনু

লোক দেখানো তামশার কাউন্সিলে যায়নি আওয়ামী লীগ : হানিফ

৪১.নিজস্ব প্রতিবেদক,   হটনিউজ২৪বিডি.কম ২০ মার্চ : কাউন্সিলের আগেই নেতা নির্বাচিত হওয়ায় বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে ‘তামাশা’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘লোক দেখানো তামশার কাউন্সিল দেখতে আওয়ামী লীগ যায়নি সেখানে।’ শনিবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির কাউন্সিল নিয়ে দেশের জনগণ ও দেশের মানুষের মধ্যে কোনো আগ্রহ ছিল না। কেননা কাউন্সিলের আগেই তারা নেতা নির্বাচন করেছে। বিএনপি কোনো গণতান্ত্রীক দলের মধ্যে পড়ে না। তাহলে এই কাউন্সিলের গুরুত্ব কী থাকতে পারে? এর মধ্য দিয়ে বিএনপির এই কাউন্সিল তামাশায় পরিণত হয়েছে। আর এ লোক দেখানো তামশার কাউন্সিল দেখতে যাওয়ার কোনো যুক্তি নেই।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানি ভাবধারা থেকে বেড়িয়ে এসে বিএনপি বিগত দিনগুলোর খুন, হত্যা, পেট্রোল বোমাসহ সর্বপ্রকার অপরাজনীতির জন্য আজকে বক্তব্য দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে জাতি আশা করছিল। কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার বক্তব্যে আশা করার মত কিছু নেই। যুদ্ধাপরাধী নিয়ে বিএনপি ও খালেদা জিয়ার অবস্থান কী তা স্পষ্ট করেনি। এর মধ্য দিয়ে আবার প্রমাণ করলো পাকিস্তানি ভাবধারা, অসুস্থ রাজনীতি ও যুদ্ধাপরাধীদের কাছ থেকে উনি বের হতে পারেনি।’

বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকারের সঙ্গে বিএনপির সংলাপের আহ্বানের বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, ‘দেশে সংলাপ হয় কোনো সঙ্কট হলে। এখন দেশে এমন কোনো সঙ্কট নাই যে কারো সঙ্গে সংলাপে বসতে হবে। সঙ্কট আছে বিএনপির মধ্যে। তাদের সঙ্কট নিরসনের জন্য আমাদের সঙ্গে সংলাপের কী আছে।’

ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের জন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক শেষে তালিকা প্রকাশের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করে হানিফ। তৃতীয় ধাপের ৬৮৫টি ইউনিয়নের মধ্যে ৬০৯টির তালিকা প্রকাশ করেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দফতর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top