নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি .কম ১৯ মার্চ : জয়পুরহাটের রামভদ্রপুর সীমান্তের চারমাথা এলাকা থেকে ১ কোটি ৪ লাখ টাকার মূল্যের ৫২ পিস মৃগনাভী উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটলিয়নের পাঁচবিবির কয়া বিওপির টহল দল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
শুক্রবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবির কয়া কোম্পানি কমান্ডার এজাদুল হক বলেন, উদ্ধারকৃত মৃগনাভী তাদের জিবি হেজতে রয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করা হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।