সকল মেনু

সোনাতলায় ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

12.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ মার্চ : আসন্ন ৩১ মার্চ বগুড়ার সোনাতলা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এবারের নির্বাচনে সোনাতলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছোট ভাই নজরুল ইসলাম খাজা মণ্ডল (তালা) ও বড় ভাই বজলুর রহমান তারা মণ্ডল (টিউবওয়েল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই পদে দুই ভাই নির্বাচনে অংশ গ্রহণ করায় পরিবার দুটির মধ্যে হিংসা-বিদ্বেষ দেখা দিয়েছে। গতবারও ওই দুই ভাই সাধারণ সদস্য পদে নির্বাচন করেছেন। সেবার ছোট ভাইকে পরাজিত করে বড় ভাই নির্বাচিত হন।  প্রার্থী ২ ভাই সুজাইত গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top