সকল মেনু

রানীশংকৈলে স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ গ্রেফতার-৪

 indexরানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কাতিহার দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধে গত ১৫ র্মাচ স্কুল পক্ষ ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের মধ্যে বিরোধের ঘটনায়  আহত- ৫ জন গ্রেফতার-৪ স্কুল শিক্ষাথীদের বিক্ষোভ। জানাযায়, উপজেলার কাতিহার দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধে সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের লোক জন মঙ্গলবার প্রাচীর নির্মান করে দখল করছিল। এতে স্কুল শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোক জন বাঁধা দিলে নাসিরের লোকজন তাদের মারপিট করে আহত করে। আহত প্রধান শিক্ষক হুমায়ুন কবির ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম ৯ম শ্রেনীর ছাত্রী রিতা ছাত্র আঃ আলিম ৮ম শ্রেনীর ছাত্রী খুশি আকতার রানীশংকৈল হাসপাতালে ভর্তি হয়েছে। মূহুতের মধ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জমি দখল কারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকারে ইউ এন ও এবং থানা ঘেরা ও করে। এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সহকারি কমিশনার ভূমি মাসফাকুর রহমান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে নাসির উদ্দীনের পুত্র আঃ রাজ্জাক (২৮) আজিজুলের পুত্র আব্বাস আলী দেলোয়ার হোসেন ও রাজ্জাকের স্ত্রী শিমু পারভীন কে আটক করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন ঘটনা স্থলে গিয়ে নির্মিত পাকা ওয়াল ভেঙ্গে দেওয়া হয়েছে এবং আহত শিক্ষক ও শিক্ষাথীদের চিকিৎসার খোজ খবর নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top