সকল মেনু

অর্থ লোপাটে চার সদস্যের তদন্ত কমিটি

bangladesh-bank11457974309আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দীনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়।

কমিটিতে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, একজন প্রাক্তন ব্যাংকার ও তথ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি তদন্ত কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।

গত মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় স্থানান্তরিত করে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে এ টাকা চুরি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top