সকল মেনু

চাঁদপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আ’লীগের প্রতীক বিতরণ

indexশাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: দলীয় প্রতীকে দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলার ১২টি ও হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে দলীয় প্রতীকের (নৌকা) প্রত্যয়নপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী প্রার্থীদের হাতে দলীয় প্রতীক অনুমোদন কপি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহির হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নুরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, জেলা শ্রমিক লীগের সাবেক সাভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক এম এ হাসান লিটন, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতে খায়রুল আলম মাসুম, হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক আতিকুর রহমান পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বোরহান খান প্রমুখ।
দলীয় প্রতীক গ্রহনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১নং বিষ্ণুপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ খান। ২নং আশিকাটি ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী। ৩নং কল্যানপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাখওয়াত হোসেন রনি পাটওয়ারী। ৪নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের অন্যতম সদস্য কামাল হোসেন খান লালু। ৫নং রামপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন পাটওয়ারী। ৬নং মৈশাদী ইউনিয়নে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার মোখলেছুর রহমান মিজি। ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইমাম হাসান রাসেল। ৮নং বাগাদী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ বেলায়েত হোসন গাজী বিল্লাল। ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নে আওয়ামী লীগের আহবায়ক মোঃ কাসেম খান। ১২নং চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান জাহান আলী কালু। ১৩নং হানারচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর সাত্তার ঢ়াড়ি এবং ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী।
হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, ১নং গাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজী, ২নং আলগী উত্তর ইউনিয়নে মনির আহমেদ দুলাল, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, ৪নং নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন সর্দার, ৫নং হাইমচর ইউনিয়নে হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহদাত সরকার ও ৬নং চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী আহম্মদ আলী মাস্টার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top