সকল মেনু

দিনাজপুর ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক বাড়ি পুড়ে ছাই

indexদিনাজপুর থেকে মো. নুরুন্নবী বাবু: দিনাজপুরের খানসামায় এক ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক বাড়ি সহ এক কোটি টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডটি ঘটেছে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের সরকারপাড়ায়। এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১০ টায় ওই এলাকার ললনী রায়ের বাড়িতে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে নীলফামারী থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ৬০ টির অধিক বাড়ি-ঘর সহ ২টি গরু, ৪টি ছাগল, ২টি মটরসাইকেলসহ বাড়ির অসংখ্যা মালামাল পুড়ে ছাই হয়েছে। ধারণা করা হচ্ছে ওই অগ্নিকান্ডে ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার, খানসামা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ধীমান চন্দ্র দাস তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থদের মাঝে ২০ কেটি করে চাল ও ২টি করে কম্বল  এবং উপজেরা আওয়ামী লীগের নেতৃত্বে চাল, ডাল, তেল, মুড়ি, গুড় ও চিড়া প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top