নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত ও আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ওসি আরিচুল হক হটনিউজ২৪বিডি.কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাত (শুক্রবার দিবাগত) সোয়া ১২টার দিকে স্থানীয় জনতা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে ৬ জনকে আটক করে পাশ্ববর্তী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে ফাঁড়িতে রেখে অস্ত্র উদ্ধারে গেলে হাতের বাঁধ খুলে ফাঁড়িতে থাকা পুলিশের ওপর তারা আক্রমন চালায়।
তিনি আরো জানান, এ সময় পুলিশের চিৎকারে উত্তেজিত জনতা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে ডাকাতদের ঘিরে ফেলে এবং গণপিটুনিতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হন। পরে ওই দুইজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত চারজন ও আহতদের পরিচয় জানাতে পারেননি ওসি আরিচুল হক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।