গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।এ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মুন্সী এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়াকে মনোনয়ন দেয়া হয়। দু’জনই সে অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। এ নিয়ে দল থেকে দু’জনকে সমঝোতায় আনতে একাধিকবার সভা হয়েছে।প্রশাসন থেকেও সোমবার গভীর রাত পর্যন্ত সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু, কেউই নিজের অবস্থান থেকে সরে না যাওয়ায় অবশেষে কর্তৃপক্ষ দু’প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। আজ মঙ্গলবার সকালে হিরন ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম তার অফিসের নোটিশ বোর্ডে বৈধ ও বাতিল হয়ে যাওয়া চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা টাঙ্গিয়ে দেন।রিটার্নিং অফিসারের সাথে এ ব্যাপরে কথা হলে তিনি বলেন, দু’টি মনোনয়নই বাতিল করা হয়েছে। তবে তারা ৯ মার্চ পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। এ ব্যাপারে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া চেয়ারম্যান প্রার্থী মুন্সী এবাদুল ইসলাম বলেছেন, তিনি আপিল করবেন।অন্য প্রার্থী গোলাম কিবরিয়া দাড়িয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।