ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত এশিয়া কাপ ফাইনাল ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। তবে বৃষ্টি থেমে যাওয়ায় খেলা শুরুর অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
সর্বশেষ আপডেট: খেলা শুরু হবে সাড়ে ৯টায়, প্রতি ইনিংস হবে ১৫ ওভারের। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন। পাওয়ার প্লে ৫ ওভার। ইনিংস বিরতি ১০ মিনিট।
পৌনে ৯টায় মাঠ পর্যবেক্ষণ করেছেন আম্পায়াররা। দুদলের বেশিরভাগ খেলোয়াড় মাঠে নেমে ফুটবল খেলে গা-গরম করছেন।
রোববার দুপুর থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা পৌনে ছয়টায় হঠাৎ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পরই মাঠকর্মীরা দ্রুত মিরপুরের সবুজ উইকেট ত্রিপল দিয়ে ঢেকে দেন। ১৫ মিনিট ত্রিপল দেওয়া ছিল। এর পরই সেগুলো উঠিয়ে নিতে শুরু করেন মাঠকর্মীরা।
কিন্তু খানিক বাদেই ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। স্টেডিয়ামের বিদ্যুৎও চলে যায়, ফ্লাডলাইটগুলো হয়ে যায় বন্ধ। সন্ধ্যা পৌনে সাতটার কিছু আগে ফ্লাডলাইটের আলোতে আবার আলোকিত হয়ে যায় স্টেডিয়াম। সাতটা ৪০ মিনিটে বৃষ্টিও থেমে গেছে। মাঠকর্মীরা মাঠ পরিচর্যার কাজে এরই মধ্যে নেমে পড়েছেন।
বাংলাদেশের ক্রিকেটাররা বিকেল পাঁচটার পর স্টেডিয়ামে চলে আসেন। সবার আগে মুশফিকুর রহিম ব্যাটিং অনুশীলন করেন। চলে তার কিপিং অনুশীলনও। খানিক বাদে ভারতীয় দলও মাঠে প্রবেশ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।