ক্রীড় প্রতিবেদক: চলতি ১৩তম এশিয়া কাপ টি২০র অষ্টম ম্যাচে টাইগার বোলারদের দাপুটে ও নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৯ রানেই শেষ হয়ে গেছে পাকিস্তানের ইনিংস। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৩০ রান। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা। এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান; ফলে শুরুতেই ফিল্ডিংয়ে যেতে হয়েছে মাশরাফিদের। এর পর শুরু থেকেই বাংলাদেশি বোলারদের দাপটে রীতিমত ধুকেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। তবে শরফরাজ আহমেদের দুর্দান্ত অর্ধশতকে ভর করে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১২৯ রান। তিনি ৫ বাউন্ডারি ১ ছক্কার সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া দলের পক্ষে ৫ বাউন্ডারি ১ ছক্কায় ৪২ রান করেছেন শোয়েব মালিক। পক্ষান্তরে বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আল আমিন। ২টি উইকেট পেয়েছেন আরাফাত সানি। আর মাশরাফি ও তাসকিন পেয়েছেন ১টি করে উইকেট। এদিকে এ ম্যাচ দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরো টুর্নামেন্ট জুড়ে চমৎকার বোলিং করা পেসার তাসকিন আহমেদ। অবশ্য এ ম্যাচেও ভালো বোলিংয়ের দারুন পুরস্কার পেলেন। উমর আকমলকে ফিরিয়ে দিয়েছন তিনি। তার বলে সাকিব আল হাসানকে ক্যাচ দিয়েছেন ৪ রানে থাকা আকমল ফিরে যান। আল আমিন হোসেন, আরাফাত সানির পর নিজের প্রথম ওভারে আঘাত হেনেছেন মাশরাফি বিন মুর্তজাও। বাংলাদেশের অধিনায়কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন ২ রানে থাকা মোহাম্মদ হাফিজ।
দলে ফিরে নিজের প্রথম ওভারেই আঘাত হেনেছেন আরাফাত সানি। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছেন ১০ রানর মালিক শারজিল খান। অবশ্য তার আগে পেসার তাসকিন আহমেদের প্রথম ওভারটা কোনোমতে কাটিয়ে দিয়েছিলেন খুররম মনজুর। তিনি করেছেন মাত্র ১ রান। কিন্তু আল আমিন হোসেনকে ঠেকাতে পারলেন না এই ডানহাতি ব্যাটসম্যান। বল তার গ্লাভস ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। এ নিয়ে তৃতীয়বার টি২০তে নিজের প্রথম ওভারে উইকেট পেলেন আল আমিন।
অবশ্য এ ম্যাচটি জিতলেই স্বপ্নের ফাইনালে উঠে যাবে টাইগাররা। টি২০তে নিজেদের দুর্নাম ঘোচানোরও এটি একটি দারুণ সুযোগ মাশরাফিদের। এমন সমীকরণ নিয়ে এশিয়া কাপ টি২০ ক্রিকেটের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে তামিম-মুশফিকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।