সকল মেনু

মালয়েশিয়ায় কণ্ঠশিল্পী মুর্শেদ আলম সরকারকে সংবর্ধনা

index শামছুজ্জামান নাঈম,মালয়েশিয়া: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী মুর্শেদ আলম সরকার ও এসকেএস ফাউন্ডশনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটনকে সংবর্ধনা দিয়েছে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী মালয়েশিয়া। রবিবার কুয়ালালামপুরে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর নিজ কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মুর্শেদ আলম বলেন, ‘প্রবাসে শত কর্মব্যাস্ততার মাঝে দেশের সংস্কৃতিকে ভালোবেসে আপনারা যে উদ্যোগ গ্রহন করেছেন তা সত্যি-ই প্রশংসনীয়’। মামা সংস্কৃতিক শিল্পিগোষ্ঠীর সার্বিক সহযোগীতায় পাশে থাকারও প্রতিশ্রুতি দেন বেসরকারি প্রতিষ্ঠান পপি’র এ নির্বাহী পরিচালক। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অালোচক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসকেএস ফাউন্ডশনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটন, মামা সাংস্কৃতিক শিল্পিগোষ্ঠীর সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ভোজন, উপদেষ্টা নাজমুল ইসলাম বাবুল। মিজানুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রধান এমদাদুল হক সবুজ (মামা। যুগ্ম-সাধারণ সমম্পাদক জহিরুল ইসলাম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর ওস্তাদ পারভেজ রব, প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম সরকার ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আকব্বর মাহমূদ। সভাপতির বক্তব্যে এমদাদুল হক সবুজ বলেন, দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস। প্রবাসে থাকা সকল বাংলাদেশীদের কর্মব্যাস্ত জীবনের মাঝে একটু বিনোদন দেয়ার চেষ্টা করি আমরা। এসময় আরো উপস্থিত ছিলেন মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি এম আবু সামাল আকন্দ, শাখাওয়াত হক জোসেফ, এস কে মুকুল, শামিম, কামারুজ্জামান, কান্ত, সরোয়ার, রুবেল, সিদ্দিক, মানিক, হযরত আলি, মোহন, হেলেন, শিলাসহ অনেকে। এর আগে অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নিরাবতা পালন করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের ফূল দিয়ে বরণ করে নেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top