যশোর প্রতিনিধি: বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ট্রাক ও চালককে আটকের প্রতিবাদে স্থলবন্দর আমদানি রফতানি বানিজ্য বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রেখেছে বন্দর ব্যাবহারকারী বিভিন্ন ব্যাবসায়ি সংগঠনের নেতারা।ফলে বেনাপোল পেট্টাপোল বন্দর সড়কের দুপাশে পন্যবাহি ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে। আমদানি রফতানিবাহি ট্রাক আটকা পড়ায় পচনশীল পন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান-ব্যাবসায়িরা। বেনাপোল বন্দর ট্যান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন গাজী জানান, গত তিন মাস আগে ভারতের পেট্টাপোল বন্দর থেকে বাংলাদেশী একটি পন্যবাহি ট্রাক সহ ড্রাইভারকে আটক করে সে দেশের বিএসএফ। পরে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়। ঠিক একই কায়দায় বুধবার সাকালে বাংলাদেশী ট্রাক ড্রাইভার-কবির হোসেনকে ফেরত পাঠানোর কথা থাকলেও আসেনি ড্রাইভার ও ট্রাকটি। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পন্য আমদানি রফতানি বন্ধ রেখেছে সিএন্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট মালিক সমিতি সহ ব্যাবসায়িরা। তবে বিষয়টি সুরাহের চেষ্টা চলছে বলে জানান বন্দর সহকারি পরিচালক আব্দুল জলিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।