নিজস্ব প্রতিবেদক হটনিউজ২৪বিডি.কম ২৩ ফেব্রুয়ারি : পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে স্ব স্ব ইউনিয়নের রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থীরা।
চেয়ারম্যান পদে সয়না রঘুনাথপুর ইউপিতে ৩ জন, আমরাজুড়ি ইউপিতে ৭ জন, কাউখালী সদর ইউপিতে ১১ জন, চিরাপাড়া-পার সাতুরিয়ায় ৯ জন, শিয়ালকাঠী ইউপিতে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন সয়না-রঘুনাথপুর- আবু সাইদ মনু (জেপি), কাজী রফিকুল ইসলাম (আওয়ামী লীগ), মো. নুরুল ইসলাম (বিএনপি), আমরাজুড়ি- রাজু আহমেদ (জেপি), ভানু প্রতাপ দে (আওয়ামী লীগ), কৃষ্ণ লাল গুহ (সিপিবি), আব্দুল আলীম (বিএনপি), সেখ মো. শামসুদ্দোহা (স্বতন্ত্র), মো. ফিরোজ আলম (স্বতন্ত্র), স্বাগত রায় (স্বতন্ত্র), কাউখালী সদর- মো. শাহ আলম তালুকদার (জেপি), আমিনুর রশীদ মিল্টন (আওয়ামী লীগ), মো. বদরুদ্দোজা মিয়া (বিএনপি), তসলিম উদ্দিন চুন্নু (স্বতন্ত্র), এবং আওয়ামী লীগের প্রতিবাদী প্রার্থী নূরুল হক, তালুকদার মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান পল্টন, চন্দন কুমার দে, সুনীল কুন্ডু ও আনোয়ার হোসেন টিটু, শেখ মিরাজ আহমেদ (বিএনপি, বিদ্রোহী), শিয়ালকাঠি- দেলোয়ার হোসেন (জেপি), গাজী সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), মুহাম্মদ মহসীন (বিএনপি), জাকির হোসেন তালুকদার (স্বতন্ত্র), হুমায়ুন কবির তালুকদার (স্বতন্ত্র), চিড়াপাড়া-পারসাতুরিয়া- মো. বজলুর রহমান খান (জেপি), মাহমুদ খান খোকন (আওয়ামী লীগ), রেজাউল করিম নিরব (বিএনপি), নজরুল ইসলাম (স্বতন্ত্র), জাফর আলী খান নান্না (আওয়ামী লীগ, বিদ্রোহী), শেহাবউদ্দিন কাশেমী (ইসলামী আন্দোলন), দেলোয়ার হোসেন মানিক (জাপা), আবু সায়েম মিয়া (স্বতন্ত্র), মো. নাজমুল হোসেন (স্বতন্ত্র)।
আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২ মার্চ। এ সব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।