নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৫ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁ মুক্তির মোড়ে শুরু হয়েছে একুশের বই মেলা।
সোমবার সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করা হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, মহসীন রেজা, কাজী জিয়াউর রহমান বাবলু, কায়েস উদ্দিন, শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
নওগাঁয় বই মেলার আয়োজন করায় একুশে বইমেলা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান বক্তারা। একই ভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বই মেলার আয়োজন করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, মেলায় বই বিক্রি ও প্রদর্শনীর জন্য প্রায় ৫০টি স্টল রাখা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।