নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৭ ফেব্রুয়ারি : রাজশাহীতে ‘অজ্ঞাত’ রোগে প্রতিদিনি কাক মারা যাচ্ছে।গত এক সপ্তাহ ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় শত শত কাকের মৃত্যু হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন শনিবার জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ায় কাকের মৃত্যু হয়েছে। মৃত কাকের নমুনা সংগ্রহ করে রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যেই কাকের মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, রাজশাহী নগরীর রামেক হাসপাতাল এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই কাকের বসবাস। গত এক সপ্তাহ থেকে হঠাৎ করেই কাকের মৃত্যু হতে থাকে। রাতে গাছে আশ্রয় নেয়া কাক সকালে মরে পড়ে থাকছে। প্রতিদিনই কাকের মৃত্যুতে ওই এলাকায় বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে।
রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান বাদশা জানান, এভাবে কাকের মৃত্যু অস্বাভাবিক। তবে পরীক্ষার আগে ঠিক কি কারণে কাক মরছে তা বলা যাবে না।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।