সকল মেনু

কোটচাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

index এস,আই মল্লিক, ঝিনাইদহ : গত সোমবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং শিশু নিলয় ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসুচীর উদ্যোগে শতাধিক বিত্তহীন গাইনী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত চিকিৎসা সেবা প্রদান ও সাধারন স্বাস্থ্য-ক্যাম্পে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, শিশু নিলয় ফাউন্ডেশনের উপ পরিচালক (এমএফপি) ইমামুল হোসেন এবং সহকারী পরিচালক শাহাজামাল (এমএফপি) ও সমৃদ্ধি কর্মসূচীর ইউনিয়ন সমন্বয়কারী রেজাউল করিমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী স্বাস্থ্য-ক্যাম্পে চিকিৎসক হিসাবে সেবা প্রদান করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নিহার বালা এবং কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাজী জুবায়ের হাসান। অনুষ্ঠানের আয়োজনে সহায়তা করেন স্বাস্থ্য সহকারী ও শিক্ষা সুপারভাইজারসহ কর্মসূচীর অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অপরদিকে এ ধরনের উদ্যোগকে স্বগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সেবাপ্রাপ্ত রোগী এবং এলাকাবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top