২৯ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে হবে।
সরকারি এক তথ্য বিবরণীতে রবিবার এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, গুলিবিহীন অবস্থায় আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে। লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ‘ফি’ জমা দিয়ে চালানের মূল কপি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।
২০১৬ সালের জন্য নবায়ন ফি পিস্তল/রিভলবার প্রতিটি তিন হাজার টাকা, দোনলা বন্দুক/একনলা বন্দুক/শটগান/রাইফেল প্রতিটি এক হাজার টাকা। অন্যান্য অস্ত্রের নবায়ন ফি প্রতিটি ৪০০ টাকা।
পিস্তল/রিভলবার/বন্দুকের ডিলিং লাইসেন্স ও মেরামতি লাইসেন্স প্রতিটি এক হাজার ৫০০ টাকা, রাইফেল ডিলিং লাইসেন্স ও রাইফেল মেরামতি লাইসেন্স ফি প্রতিটি এক হাজার ৫০০ টাকা এবং সেফ কিপিং লাইসেন্স ফি প্রতিটি এক হাজার টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।