সকল মেনু

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শফিউল আলম

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শফিউল আলম
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শফিউল আলম

ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে ২১তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞাকে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে ওয়াশিংটনে পাঠানোর আদেশ জারি করার পর নতুন মন্ত্রিপরিষদ সচিবের নাম ঘোষণা করল সরকার।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদায় বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে কাজ করবেন মোশাররাফ হোসেন ভূঁইঞা। তাকে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top