সকল মেনু

ফেসবুক বন্ধ: তরুণ প্রজন্মকে ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ প্রজন্মকে ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তরুণ প্রজন্মকে ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : দেশে ফেসবুক বন্ধ থাকার বিষয়ে তরুণ প্রজন্মকে ধৈর্য ধরতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, খুব শিগগির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেওয়া হবে।

আজ ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার হোসেনী দালানের হামলা উগ্রপন্থীদের। তবে ব্লগার-প্রকাশক হত্যার বেশির ভাগ সন্দেহভাজন শনাক্ত ও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রকাশক এবং লেখক হত্যার যে এটা, এটাতেও আমরা অনেককে চিহ্ণিত করেছি, সন্দেহভাজন অনেককেই আমরা ধরেছি। যে কয়জন ব্লগার হত্যা করেছে, এদের অনেককেই কিন্তু আমরা ধরেছি।

অভিজিৎসহ দুই-একটা হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এখনো সন্দেহভাজনদের ধরতে পারিনি, তবে আমরা ধরে ফেলব।’

এ ছাড়া একটি গোষ্ঠী আইএস জঙ্গির কথা বলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top