সকল মেনু

জিয়াকে সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না: শেখ হাসিনা

জিয়াউর রহমানকে এখন আর সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না
জিয়াউর রহমানকে এখন আর সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না

২৬ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানকে এখন আর সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না। কেননা হাইকোর্ট সে পথ বন্ধ করে দিয়েছে। উচ্চ আদালতের এই আদেশ আমাদের সবাইকে মানতে হবে।

আজ গণভবনে আয়োজিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পৌরসভা নির্বাচন দেশের রাজনৈতিকদলগুলোর জন্য একটি সুযোগ। সবাই এটাকে কাজে লাগাতে পারে। এই প্রথম পৌরসভা নির্বাচন দলীয় ব্যানারে হচ্ছে।

সভায় প্রধানমন্ত্রী কতিপয় পত্রিকার সমালোচনা করে বলেন, এর আগেও একই দিন একাধিক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। একদিনে জোড়া ফাঁসি কার্যকর এটাই প্রথম নয়। এর আগেও হয়েছে।

জিয়াউর রহমানের আমলে তো গণফাঁসি কার্যকর করা হয়েছে। আর আমাদের আমলে তো মানবতাবিরোধীদেরকে বিচারের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে।

এই মানবতাবিরোধীরা একাত্তরে যে বর্বরতা চালিয়েছে তা আজ অনেকেই ভুলে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top