ঢাকা, ২৬ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : ঢাকায় বসবাসরত ও ঢাকার বাইরের নোয়াখালীর বাসিন্দাদের পারিবারিক মিলনমেলা ‘নোয়াখালী উৎসব-২০১৫’ আগামীকাল ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। নোয়াখালী জেলা সমিতি- ঢাকা, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ উৎসবের আয়োজন করেছে। প্রায় ৩০ হাজার নোয়াখালীবাসী এই উৎসবে অংশ নেবেন বলে জানা গেছে।
দিনব্যাপী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাসদ নেতা আ স ম আবদুর রব, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম, গ্লোাব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী ফজলুল আজিম, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, ইন্ট্রামেক্স গ্রুপের চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেনসহ সব দল-মতের নোয়াখালীবাসী।
উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দিনব্যাপী উৎসবে সভাপতিত্ব করবেন উৎসবের আয়োজক ও সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন।
উৎসব আয়োজক সাব কমিটির মিডিয়া উইংয়ের সদস্যসচিব ফিরোজ আলম মিলন জানান, দিনব্যাপী এ উৎসবে থাকবে র্যালি, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্র ও নোয়াখালী জেলার ইতিহাস-ঐহিত্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নোয়াখালীর আঞ্চলিক গানের প্রবক্তা অধ্যাপক মোহাম্মদ হাশেম ও বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরাসহ অনেক গুণীশিল্পী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল হাই ও সদস্যসচিব শাহ্ আবদুল্লাহ্ আল্ বাকী জানান, উৎসবে যোগ দিতে ইতোমধ্যে প্রায় ৩০ হাজার নোয়াখালীবাসী নিবন্ধন করেছেন। উৎসবের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।