সকল মেনু

১২ ডিসেম্বর পদ্মাসেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ফটো

মুন্সীগঞ্জ, ২৫ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ উদ্বোধন করবেন ।
সেতু মন্ত্রী আজ বুধবার বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করতে যাচ্ছি। দক্ষিণাঞ্চলের মানুষ অপেক্ষায় ছিল কবে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ শুরু হবে। সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাঙ্খিত স্বপ্ন পূরন করতে যাচ্ছেন।
পরিদর্শনকালে মন্ত্রী কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় পদ্মা সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top